রাজশাহী আলোর পাঠশালায় নববর্ষ উদ্‌যাপন

রাজশাহী আলোর পাঠশালায় উদ্‌যাপিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩২।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালায় উদ্‌যাপিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩২। সকাল ৮টায় শুরু হয়ে যায় বর্ষবরণ অনুষ্ঠান। একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান ৷ শিক্ষক শিক্ষার্থীরা আলোর পাঠশালার ব্যানারে একটি র‍্যালি করেন। তারপরে শিক্ষার্থীদের মুড়ি, মুড়কি, খাগড়াই, বাতাসা নিয়ে নাশতা দেওয়া হয়। এরপরে শুরু হয় শিক্ষার্থীদের নিজ উদ্যোগে পান্তা উৎসবসহ নানা রকমের স্টলের মেলা ৷ প্রায় প্রতি ক্লাসের শিক্ষার্থীরা একটি করে স্টল দেয়। কেউ পান্তা ভাতের সঙ্গে বিভিন্ন ভর্তা আর মাছ ভাজার মেলা বসায়, কেউবা দেয় নানা রকমের আচারের দোকান। এদিকে ফুচকা, নুডলস, শরবতও বাদ যায়নি। নববর্ষ উদ্‌যাপনে শিক্ষার্থীরা নাচ-গান করে মজা করে।

শিক্ষার্থীরা নিজ উদ্যোগে পান্তা উৎসবসহ নানা রকমের স্টল দেয়।

খাবারের দোকান ছাড়াও আলপনা এবং মেহেদি উৎসবের আয়োজন করে শিক্ষার্থীরা। ছোট বড় অনেকেই তাদের কাছে আলপনা এবং মেহেদি দিয়ে নেয়। চারদিকে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাজশাহী আলোর পাঠশালার অনুষ্ঠান দেখতে আসেন ঢাকা থেকে এপেক্স ক্লাবের কিছু বড় ভাই। তারা শিক্ষার্থীদের এসব উদ্যোগে মুগ্ধ হয়ে বলেন, ‘এরা সবাই একেকটা উদ্যোক্তা’। স্টলগুলো ঘুরে দেখে তাদের অনেক প্রশংসা করেন। আশে পাশে অনেক বাচ্চারাও আলোর পাঠশালার বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তারাও তাদের সঙ্গে আনন্দ উপভোগ করে। তা ছাড়া আশপাশের এলাকার বাসিন্দারাও এসে যোগ দেন। বেশ কয়েকজন শিক্ষার্থী বলে, স্কুলে পহেলা বৈশাখে উদ্‌যাপনে যে মজা করল, ঈদেও এত আনন্দ করেনি তারা।