প্রথম আলো চরে দুর্যোগ পরবর্তী স্বাস্থ্যসেবা প্রদান

ব্যবস্থাপত্র দেখে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। ২৯ আগস্ট ২০২৪ তারিখে প্রথম আলোর চর আলোর পাঠশালায়।

বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে অবস্থিত প্রথম আলো চর আলোর পাঠশালায় স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হয়। ২৯ আগস্ট ২০২৪ তারিখে উইমেন্‌স হোপ ইন্টারন্যাশনালের (সুইজারল্যান্ড) সহায়তায় ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ (ল্যাম্ব হাসপাতাল) এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পের মাধ্যমে শিশু, গর্ভবতী মা, মহিলা, কিশোরী মেয়েদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ, হাইজিন কিটস্ প্রদান করা হয়েছে। এ ছাড়া শিশু ও মহিলাদের স্বাস্থ্যবিধি অনুশীলনকে উৎসাহিত করা, গর্ভবতী মহিলাদের প্রসবপূর্ব পরিচর্যা সেবা এবং কিশোর-কিশোরীরা কাউন্সেলিং সাপোর্ট পেয়েছেন। সব মিলিয়ে মোট ৪০৮ জন চরবাসী এই সেবা গ্রহণ করেছেন।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে সেবা নিতে আসা চরবাসী ও শিক্ষার্থীরা। ২৯ আগস্ট ২০২৪ তারিখে প্রথম আলোর চর আলোর পাঠশালায়।

প্রথম আলো চরের বাসিন্দা আকলিমা বেগম বলেন ‘এত সুন্দর চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ পেয়ে আমি অত্যন্ত খুশি।’ প্রথম আলো চরের অন্যতম প্রবীণ ব্যক্তি মো. সোবহান ব্যাপারী বলেন ‘এত সুন্দর আয়োজন যেন প্রতিবছর হয় সেই প্রত্যাশা করি এবং এই চিকিৎসা ক্যাম্প আমাদের চরে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।’

এই স্বাস্থ্যসেবা ক্যাম্প এর উদ্দেশ্য হলো কুড়িগ্রাম জেলার বন্যা কবলিত মানুষদের (শিশু, গর্ভবতী মা ও কিশোরী) জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা। পরিকল্পনা অনুযায়ী তিনটি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ২০টি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি কমিউনিটি স্বেচ্ছাসেবকেরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।