দমদমিয়া আলোর পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম অনুষ্ঠিত

সবজি বাগানের পরিচর্যা করছে দমদমিয়া আলোর পাঠশালার দুই শিক্ষার্থী।

দমদমিয়া আলোর পাঠশালয় নিয়মিত সহপাঠ্যক্রমিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার নিয়মিত ক্লাসের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে কলমে বিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার- পরিচ্ছন্ন রাখা এবং বাগানের পরিচর্যার পাঠ নেয়। এই শিখন প্রক্রিয়ায় তৃতীয়, চতুর্থ  ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷

পাঠশালার শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে শ্রেণিকক্ষ, বিদ্যালয়ের মাঠ, বিদ্যালয়ের পেছনের অংশের আবর্জনা পরিস্কার করে। অপর একটি দল বাগানের আগাছা পরিস্কার, গাছে পানি দেওয়া এবং গাছের গোড়ায় মাটি দেওয়ার কাজ করে। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন করা হয়।

এ প্রসঙ্গে দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু বলেন, ‘দমদমিয়া আলোর পাঠশালয় সঙ্গীত, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সহপাঠ্যক্রমিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজকে পাঠশালা প্রাঙ্গণ পরিচ্ছন্নতায় শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে অংশ নিয়েছে।  এর মাধ্যমে পরিস্কার–পরিচ্ছন্নতার সাধারণ জ্ঞান শিক্ষার্থীরা হাতে কলমে শিখলো।’

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।