গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় এসএসসিতে শতভাগ পাস

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ১০জন শিক্ষার্থী এবার এসএসসি-২০২২ পরীক্ষায় পাস করেছে।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ১০জন শিক্ষার্থী এবার এসএসসি-২০২২ পরীক্ষায় অংশগ্রহণ করে। রাজশাহী শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায় সবাই পাস করেছে।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. নূর আলম বলেন, ‘প্রথম আলো ট্রাস্ট পরিচালিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ১০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। পরীক্ষার্থীরা হলো—আফসানা মিমি, জহুরা খাতুন,  প্রভাতী রানী, সুমিতা রানী, শুভ দাস, জীবন আলী, রাকিব হাসান, মিঠুন কর্মকার, ফজলে রাব্বি ও শাহীদ মাহমুদ। পরীক্ষার্থীরা সকলে একসাথে বিদ্যালয় থেকে সময়মতো পরীক্ষা কেন্দ্রে যেত। পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসার সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিত দাস।’

সুমিতা রানী পেয়েছে জিপিএ ৫, জীবন আলী পেয়েছে জিপিএ ৪.৮৩, জহুরা খাতুন পেয়েছে জিপিএ ৪.৫৬, শুভ দাস পেয়েছে জিপিএ ৪.৫০. প্রভাতী রানী পেয়েছে জিপিএ ৪.৩৯, আফসানা মিমি পেয়েছে জিপিএ ৪.৩৯, ফজলে রাব্বি পেয়েছে জিপিএ ৪.২২, রাকিব হাসান পেয়েছে জিপিএ ৪.০৬, মিঠুন কর্মকার পেয়েছে জিপিএ ৩.৬৭, শাহীদ মাহমুদ পেয়েছে জিপিএ ৩.৭২।

সুমিতা রানী বলেন, ‘পরীক্ষায় ভালো ফলাফল করেছি এজন্য শিক্ষকদের  প্রতি কৃতজ্ঞতা জানাই।’

উল্লেখ্য, সামিট গ্রুপের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় দেশের দুর্গম এলাকায় ছয়টি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। রাজশাহীতে ২টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ ও টেকনাফে ১টি করে মোট ৬টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। এ সব স্কুলে  বিনা মূল্যে মোট ১ হাজার ২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।