গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় নবীন বরণ  ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি পাঠশালা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠশালা পরিচালনা পর্যদের সভাপতি আ. আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি  আনিসুর রহমান, পাঠশালার প্রধান শিক্ষক রা‌জিত চন্দ্র দাস,শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে পাঠশালায় ২০২৫ সালে ভর্তি হওয়া ৪৩ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ২০২৫ সালের ১১ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন শিক্ষার্থী রিফা সানজিদা (ষষ্ঠ শ্রেণি) বলে, ‘আমাদের গ্রামে এটাই সব থেকে বড় স্কুল এবং সেরা স্কুল। এই স্কুলে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। এসএসসি পরীক্ষার্থী  বড় ভাই–বোনদের আগামীর দিনগুলো সুন্দর হোক এই কামনা করি।’  এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে সাফিয়া খাতুন ও সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন ।

২০২৫ সালের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল আজিজ বলেন,‘আমি এই বিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে আসার আহ্বান জানাচ্ছি। আর যারা বিদায়ী শিক্ষার্থী তাদের কাছে কাঙ্খিত ফলাফল আশা করছি। তোমাদের প্রতি দোয়া ও শুভকামনা রইলো।’

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজিত চন্দ্র দাস বলেন, নবীন শিক্ষার্থীরা পাঠশালায় নিয়মিত আসবে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে এবং স্যারদের নির্দেশনা অনুসারে ভালোভাবে পড়াশোনা করবে এই আশা রাখি। বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,  পড়াশোনা শেষ করে তোমরা যে পেশায় যাও, একজন সত্যিকারের ভালো মানুষ হবে তোমাদের কাছে এই প্রত্যাশাই করি।

উল্লেখ্য,প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত।