রাজশাহী আলোর পাঠশালায় নতুন বই বিতরণ

রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছে।

রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছে। গত ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আয়োজন অনুষ্ঠিত হয় রাজশাহীর তালাইমাড়ীতে অবস্থিত আলোর পাঠশালা প্রাঙ্গণে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বইয়ের কিছুটা সংকট থাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বই প্রদান করা হয়নি।  বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি শফিকুল ইসলাম, রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুনসহ পাঠশালার শিক্ষকবৃন্দ।

শিক্ষাপ্রতিষ্ঠানটির ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

বই উৎসবের মাধ্যমে নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরেছে রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট রাজশাহী আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।