এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করল ১০জন শিক্ষার্থী

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ১০জন শিক্ষার্থী এবার এসএসসি-২০২২ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ১০জন শিক্ষার্থী এবার এসএসসি-২০২২ পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার্থীরা হলো—আফসানা মিমি, জহুরা খাতুন,  প্রভাতী রানী, সুমিতা রানী, শুভ দাস, জীবন আলী, রাকিব বাবু, মিঠুন কর্মকার, ফজলে রাব্বি ও শাহীদ মাহমুদ। পরীক্ষার্থীরা সকলে একসাথে বিদ্যালয় থেকে সময়মতো পরীক্ষা কেন্দ্রে যায়। পরীক্ষা কেন্দ্রে গিয়ে সুশৃঙ্খলভাবে নিজেদের আসন গ্রহণ করে। দীর্ঘদিন পর পরীক্ষা দিতে পেরে খুবই আনন্দ প্রকাশ করছে তারা।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ১০জন শিক্ষার্থী এবার এসএসসি-২০২২ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আফসানা মিমি বলে, ‘আমি আজকে পরীক্ষা দিতে পেরে খুবই আনন্দিত। কারণ আমাদের অনেক আগেই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আজ পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষায় অংশগ্রহণ করে মনে অনেক শান্তি পাচ্ছি। আজকে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিলাম। পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমাদের সকলের জন্য দোয়া কববেন।’ 

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা আবার একসাথে নিজ নিজ বাড়িতে ফিরে আসে। পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসার সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিত দাস।

উল্লেখ্য, সামিট গ্রুপের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় দেশের দুর্গম এলাকায় ছয়টি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। রাজশাহীতে ২টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ ও টেকনাফে ১টি করে মোট ৬টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। এ সব স্কুলে বিনা মূল্যে মোট ১ হাজার ২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।