বিজয় দিবস উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালায় নানা কর্মসূচি পালন
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।
সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট বিরবতা পালন করা হয়। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে বিদ্যালয়ের দুটি ক্লাব ও একটি স্কাউট দল। কুচকাওয়াজ ও ডিসপ্লের নেতৃত্ব দেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। এরপর শিক্ষার্থীদের নিয়ে খেলাধূলার আয়োজন করা হয়। খেলার মধ্যে ছিল বালিস খেলা, চেয়ার খেলা, মোরগ লড়াই, বিস্কিট দৌড়, হাঁড়ি ভাঙ্গা, ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা, স্মৃতি পরীক্ষা, ব্যাঙ দৌড়, ৩০০ মিটার দৌড় ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, গ্রামবাসী, অতিথিবৃন্দও অংশ নেয়।
এরপর বিদ্যালয়ের ১১টি দল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করে। আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সহসভাপতি কার্তিক কোল টুডু, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, টিকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমেনা ইয়াসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন।
বক্তারা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দীর্ঘ নয় মাসে অনেক দেশপ্রেমিক নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। অনেক মা-বোনকে হারাতের হয়েছে তাঁদের ইজ্জত। মুক্তিযোদ্ধাদের বাঁচাতে অনেক মা তাঁদের সন্তানদের জীবনকে উৎসর্গ করেছেন। ৩০ লক্ষ জীবনের বিনিময়ে আমরা পেয়েছি এ স্বাধীনতা। এ স্বাধীনতাকে কখনও হারতে দেওয়া যাবে না। দেশকে এগিয়ে নিতে সকলকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতার চেতনাকে বুকে লালন করতে হবে। দেশ প্রেমিদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে হবে।‘
সবশেষে প্রতিযোগিতার ১৬ টি ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট বাবুডাইং আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।