স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে পাহাড়ের মেয়ে উয়ইসাই মারমা

কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী উয়ইসাই মারমা।

উয়ইসাই মারমা বেড়ে উঠেছে একটি দরিদ্র পরিবারে। মা-বাবা আর ছোট বোন নিয়ে তাদের কষ্টের সংসার। মা-বাবা দুজনেই ছিল কৃষক বা জুম চাষির। পরিবারের অভাব অনটন দেখে এবং বিদ্যালয় থেকে নানা উৎসাহ পেয়ে স্বপ্ন দেখার শুরু তার। মনের ভেতর লালিত স্বপ্নপূরণ করতে হলে তাকে পড়াশোনা করতে হবে—এটা কাজ করে উয়ইসাইর মাথায়। ভালো করে পড়াশোনা করে নিজের স্বপ্নপূরণ করবে, সে জন্য ভর্তি হয় প্রথম আলো ট্রাস্টের পরিচালিত কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালায়। এখন এই স্কুলেই সে অষ্টম শ্রেণিতে পড়ছে।

লেখাপড়া, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিষয়ে পারদর্শী উয়ইসাই। তবে উয়ইসাই মারমা স্বপ্ন দেখত বড় হয়ে একজন আদর্শ নার্স হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাস্থ্যসেবায় যোগ দেবে। কিন্তু অষ্টম শ্রেণিতে ওঠার সঙ্গে সঙ্গে তার ভাবনায় পরিবর্তন আসে। ক্রমেই লেখাপড়া, খেলাধুলা ও সংস্কৃতি শিক্ষার বিষয়ে আরও মনোযোগী হয়ে উঠে। রোয়াংছড়ি উপজেলায় কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালায় অনুশাসন ও সকল শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে ক্রমাগত ভালো করতে থাকে সে। মা-বাবা অনুপ্রেরণাও তাকে সহযোগিতা করে সব সময়। এখন একটাই লক্ষ্য ভালোভাবে পড়াশোনা করে আলোকিত মানুষ হবে। চাকরি করে স্বাবলম্বী হবে। একই সঙ্গে পরিবারের অভাব দূর করবে।