প্রথম আলো চর আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী ফজলুর রহমান। বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকায়। বাবা মোশারফ খন্দকার পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। স্বল্প আয়ে মোশারফ খন্দকার কোনওমতে আট জনের সংসার চালায়। আর্থিক অনটনের সঙ্গে সংগ্রাম আর স্কুলের শিক্ষকদের সাহযোগিতায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে ফজলুর।
প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, বর্তমানে অনেকেই জিপিএ–৫ পাচ্ছে। কিন্তু এটি দিয়ে ফজলুর সাফল্য মাপা যাবে না। প্রতিটি দিন নিদারুণ অভাবের সঙ্গে সংগ্রাম করে পড়াশোনা করেছে সে। প্রবল জেদকে সঙ্গী করে সাফল্য পেয়েছে ফজলু। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করি।’
ফজলুর রহমান বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘অনেক পরিশ্রম করে আমি এ পর্যন্ত এসেছি। পরিবার ও পাঠশালার শিক্ষকরা সব সময় পাশে ছিলো। আমি মন দিয়ে পড়াশোনাটা করতে চাই। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখি। চিকিৎসক হতে পারলে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করবো।’
ফজলুর রহমান পড়ালেখার পাশাপাশি, বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত রয়েছে। বাল্যবিবাহের কুফল, মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ভূমিকা রাখছে সে। এ ছাড়া আবৃত্তি, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয় ফজলুর।
উল্লেখ্য, প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২ টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।