নবান্ন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নবান্ন উৎসব উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অংশগ্রহণে বাবুডাইং আলোর পাঠশালায় হয়ে গেল নানা আয়োজন। উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, আর্থিক সহায়তা, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া দরিদ্র দুজন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ‘আমার ভাষা, আমার পরিচিতি’ প্রতিপাদ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে সামার ইনস্টিটিউট অব লিংগুয়েস্টিক (এসআইএল) ইন্টারন্যাশনালের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল।
নভেম্বর ১৯, শনিবার, বেলা ১২টায় কোল ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী খেবেল খেচা নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে বিভিন্ন এলাকার ও বিদ্যালয়ের ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক দল অংশ নেয়। এরপর সাংস্কৃতিক দলগুলোর নাচ ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটায় গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের অ্যাসোসিয়েট ডিরেক্টর (প্রোগ্রাম) পিন্টু আলবার্ট পিরিচ, জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন, চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনসহ আরও অনেকে। সঞ্চালনা করেন এসআইএল’র এরিয়া সুপারভাইজার ইসরাইল হাসদা।
অনুষ্ঠান শেষে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এ রকম ১২ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, দুই নারীকে সেলাই মেশিন, ৭০ জন শিক্ষার্থীকে খাতা-কলম ও সাংস্কৃতিক দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।