‘রাজশাহীতে প্রথমবার আসলাম, অনেক কিছু শিখতে পারলাম’

আঞ্চলিক গণিত উৎসবে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার তিনজন শিক্ষার্থী দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত আঞ্চলিক গণিত উৎসবে।

রাজশাহীতে অনুষ্ঠিত আঞ্চলিক গণিত উৎসবে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার তিনজন শিক্ষার্থী দুটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আঞ্চলিক গণিত উৎসবে জুনিয়র ক্যাটাগরিতে অষ্টম শ্রেণির মোসা. নুসরাত জাহান, সপ্তম শ্রেণির মো. রুমান এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম শ্রেণির মো. মুরছালিন প্রথমবারের মতো আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণ করে। জীবনে প্রথমবার রাজশাহী যাওয়া মো. রুমান বলে, ‘গতরাতে আমার ঘুম আসছিল না। শুয়ে শুয়ে ভাবছিলাম, কখন সকাল হবে। এখানে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। প্রথমবার রাজশাহী আসলাম। এসে অনেক কিছু শিখতে পারলাম।’

নবম শ্রেণির শিক্ষার্থী মুরছালিন জানায়, ‘২০২১ সালে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত গণিত উৎসবে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এখানকার পরিবেশটাই অন্য রকম। অনেক মজার মজার প্রশ্ন, স্যারেরা খুব সহজ ও সুন্দরভাবে সেই প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছেন। অনেক বড় বড় মানুষকে চোখের সামনে দেখার সুযোগ পেলাম। তাঁদের কথাগুলো আমাদের জীবনে অনেক কাজে দেবে।’

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।