প্রথম আলো ট্রাস্ট পরিচালিত মদনপুর আলোর পাঠশালায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারি দিনব্যাপী বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেয় পাঠশালার শিক্ষার্থীরা। ভোলা জেলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মধ্যে জেগে ওঠা চরে মদনপুর আলোর পাঠশালা অবস্থিত।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৩০টি ইভেন্টের মধ্যে ছিল– পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, হামদ-নাত, দেশাত্মবোধক গান, আবৃত্তি, একক অভিনয়, দলীয় অভিনয়, নির্ধারিত বক্তৃতা, ৪০০মিটার দৌড়, ২০০মিটার দৌড়, সাঁতার, বালিশ খেলা, বল নিক্ষেপ, সুঁইসুতা ফোড়ন, বল কুড়ানো, ব্যাঙের লাফ, মোরগ লড়াই, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ ইত্যাদি।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। মদনপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আক্তার হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি আল মনির, সমাজসেবক মো. শাহাবুদ্দিন, জীবন পুরাণ আবৃত্তি একাডেমীর পরিচালক মশিউর রহমান, শাহাবাজপুর থিয়েটারের পরিচালক এসএম বাহাউদ্দিন, মদনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইয়ারুল আলম, প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি মো. নেয়ামতউল্যাহ, চরপদ্মা মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন প্রমুখ।
নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বাল্যবিয়ের কুফল নিয়ে আলোচনা করেন।উল্লেখ্য, মদনপুর আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।