বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ করল রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা। ১৪ এপ্রিল সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করা হয়। এরপর র্যালি এবং শোভাযাত্রা পালন করা হয়। শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণের নদীর কূলে বটের মূলে নববর্ষের আনন্দে মেতে ওঠে।
বর্ষবরণ উপলক্ষে শিক্ষার্থীরা তাদের নিজেদের বানানো মাটির হাঁড়ি, কলসি, সানকি, চোঙাতে আলপনা এঁকে এবং ‘এসো হে বৈশাখ, শুভ নববর্ষ-১৪৩১’ এসব লিখে নববর্ষের উৎসব পালন করেছে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাফিজা জানায়, তারা ছোটবেলা থেকে রমনার বটমূলে পহেলা বৈশাখ পালনের কথা শুনে এসেছে। এবার তারা তাদের নিজেদের স্কুল প্রাঙ্গণে বটের মূলে এ উৎসব পালন করতে পেরে অনেক খুশি। আগামী বছর থেকে তারা আরও উৎসব মুখর পরিবেশে নববর্ষ পালন করবে বলে তার আশা। সবার মঙ্গল কামনা করে এই অনুষ্ঠান শেষ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। এ সব স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।