দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা পেল খাদ্য সহায়তা

দমদমিয়া আলোর পাঠশালার ১৩২ জন শিক্ষার্থীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসুচির অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) আয়োজনে দমদমিয়া আলোর পাঠশালায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । গত ১২ মার্চ দমদমিয়া আলোর পাঠশালার ১৩২ জন শিক্ষার্থীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ কুমার, কোডেক ডাব্লিউএফপি স্কুল ফিডিং কর্মসূচি- টেকনাফ হোস্ট এর প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, ফিল্ড মনিটর বশির আহমেদ, প্রথম আলো টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)’র অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কাডেক) কর্তৃক বাস্তবায়নাধীন  স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় টেকনাফ উপজেলার ৬৪ টি সরকারি এবং ৮টি কমিউনিটি পরিচালিত মোট ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র– ছাত্রীদের মাঝে  কাতার সরকারের উপহার খেজুর বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আাওতায় দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালাটি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।