সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন হলো কচ্ছপতলী আলোর পাঠশালায়
কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার সকাল ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিষয় ছিল নৃত্য, কবিতা আবৃত্তি, সংগীত ও অভিনয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী স্বেচ্ছায় অংশগ্রহণ করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক অংথোয়াই চিং মারমা, উজ্জ্বল ত্রিপুরা ও নিপা তঞ্চঙ্গ্যা। বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থানে অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী উয়ইসাই মারমা,দ্বিতীয় স্থান অর্জন করে ৭ম শ্রেণির সাইনু মারমা ও তৃতীয় স্থানে অর্জন করে ৭ম শ্রেণির ছাত্রী পারঠাময় বম।
সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৮ম শ্রেণির ছাত্র অজয় মারমা, ও দ্বিতীয় স্থানে অর্জন করে ৮ম শ্রেণির ছাত্র ক্যঅংসিং মারমা ও তৃতীয় স্থানে অর্জন করে ৭ম শ্রেণির ছাত্রী ম্রাসাইচিং মারমা।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লাপ্রাড ত্রিপুরা।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে আঞ্জুমান অ্যান্ড আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা’ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।