কচ্ছপতলী আলোর পাঠশালায় শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নতুন শিক্ষাক্রম বিষয়ে প্রশিক্ষণ পেলেন কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ। গত ১৩ ও ১৪ ডিসেম্বর দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ কার্যক্রম কচ্ছপতলী আলোর পাঠশালা রোয়াংছড়ি, বান্দরবানে অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বান্দরবান জেলার দুই জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
১৩ ডিসেম্বর রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব উদ্দীন (মাস্টার ট্রেইনার) ও ১৪ ডিসেম্বর রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মো. আব্দুছ ছালাম আলমনির (মাস্টার টেইনার) প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষকগণ পাঠ পরিকল্পনা প্রস্তুত, আনন্দের সহিত পাঠদান প্রক্রিয়া, শিক্ষার্থীদের ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ণ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা।
উল্লেখ্য, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত কচ্ছপতলী আলোর পাঠশালাটিতে বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু রয়েছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় কচ্ছপতলী আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।