রাজশাহী আলোর পাঠশালায় বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় এবং প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়।

গত ১৬ মে রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেন। স্কুল ড্রেস প্রদান অনুষ্ঠানে রাজশাহী আলোর পাঠশালার সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজশাহী আলোর পাঠশালার বেশির ভাগ শিক্ষার্থী দারিদ্র্য পরিবার থেকে এসেছে। অধিকাংশ শিক্ষার্থীর স্কুলের নির্ধারিত ড্রেস কেনার  আর্থিক সামর্থ্য নেই।

গত ১৬ মে রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেন।

এ প্রসঙ্গে রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন বলেন, ‘নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। এখানকার বেশিরভাগ শিক্ষার্থী হত–দারিদ্র্য পরিবার থেকে এসেছে। নতুন ড্রেস পেয়ে শিক্ষার্থীরা ঈদের নতুন পোশাক পাওয়ার মত আনন্দ উপভোগ করছে। রাজশাহী আলোর পাঠশালার ১২৫ জন শিক্ষার্থী নতুন পোশাক পেয়েছে।’

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।