প্রথম আলো চর আলোর পাঠশালায় বিজয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালাটি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে অবস্থিত।
প্রতিযোগিতার পূর্বে ১৬ ডিসেম্বর সকালে পাঠশালা প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক আতাউর রহমান। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে পাঠশালা প্রাঙ্গণ থেকে পাঠশালার শিক্ষক–শিক্ষার্থীরা বিজয় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি প্রথম আলো চরের বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে।
পাঠশালার হলরুমে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাঠশালার প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঠশালার উপদেষ্টা সফি খান।
প্রধান অতিথির বক্তব্যে সফি খান বলেন, ১৬ ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল দিন। এই দিনে রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশে পেয়েছি। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এই ভূখণ্ড থেকে বিতাড়িত হয়েছিল। অবশ্য তার আগের ৯ মাসে তারা হত্যা করেছিল এ দেশের ৩০ লাখ মানুষকে। আজ মহান বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি সেসব শহীদের আত্মদানের ইতিহাস।
উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।