মদনপুর আলোর পাঠশালায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মদনপুর আলোর পাঠশালার শিক্ষক–শিক্ষার্থীরা বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করে।

মদনপুর আলোর পাঠশালায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। গত ১৬ ডিসেম্বর জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পাঠশালা প্রাঙ্গণে অনুষ্ঠানমালা শুরু হয়। সকাল দশটায় পাঠশালার কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মহান মুক্তিযুদ্ধে সব বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বলেন ‘ডিসেম্বর মাস আমাদের অহংকারের মাস। আত্মপরিচয় প্রতিষ্ঠার মাস। শিক্ষার মাধ্যমে আমাদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে হবে।’ আলোচনা সভায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মদনপুর আলোর পাঠশালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শিক্ষক–শিক্ষার্থীরা বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করে। বিজয় র‍্যালি মদনপুর চর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে চিত্রাঙ্কণ,কুইজ ও  আবৃত্তি প্রতিযোগিতায় পাঠশালার শিক্ষার্থীরা অংশ নেয়।

উল্লেখ্য, ভোলা জেলার দৌলতখান উপজেলায় মদনপুর আলোর পাঠশালাটি অবস্থিত। পাঠশালাটিতে বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু রয়েছে। সামিটি গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টির বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ১১৮ জন।