বিনা মূলে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষা উপকরণ বিতরণ

বাঁধনের কেন্দ্রীয় পরিষদ ও রাজশাহী জোনের আয়োজনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের রজতজয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার রাজশাহীর বাবুডাইং আলোর পাঠশালার ২৩৫ জন শিক্ষক ও শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বাঁধনের কেন্দ্রীয় পরিষদ ও রাজশাহী জোন কর্মসূচিটির আয়োজন করে।

ওইদিন বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধনের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান। এ সময় কোল ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষায় গান গেয়ে খেজুর পাতা ও ফুল দিয়ে বানানো তোড়া ও শাপলা ফুলের মালা দিয়ে অতিথিদের বরণ করে নেয়।

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বাঁধনের কেন্দ্রীয় পরিষদ ও রাজশাহী জোনের আয়োজনে উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, এসএমসি’র সহসভাপতি কার্তিক কোল টুডুসহ অনেকে।

বাঁধনের কেন্দ্রীয় পরিষদ ও রাজশাহী জোনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাঁধন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের উদ্যোগে এখন পর্যন্ত ১০ লাখ ব্যাগ রক্তদান করা হয়েছে। এ ছাড়া ২০ লাখ মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের বন্যাদুর্গত এক হাজার ৯১০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া রজতজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ১০ হাজার বৃক্ষরোপণ, বিতরণ এবং ৬০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনা শেষে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে। শেষে সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।