শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ

বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা। গত ১৪ এপ্রিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায়।

মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা। গত ১৪ এপ্রিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ষবরণ উপলক্ষে সকালে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বন্ধু আশেকুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করে বাবুডাইং আলোর পাঠশালা। গত ১৪ এপ্রিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবী আব্দুর রাকিব, শওকত আরা বেগম, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ।

বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্যরা ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী দাশাই, ঝুমুর নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। শেষে কলাপাতায় সকলকে নিয়ে দই, চিড়া, মিষ্টি খাবার পরিবেশন করা হয়।