নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

২০২৩ সালের ১লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

মদনপুর আলোর পাঠশালা ভোলা জেলার দৌলতখান উপজেলার ১ নম্বর মদনপুর ইউনিয়নে অবস্থিত। ইউনিয়নটি ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। মাধ্যমিক স্তরের লেখাপড়ার জন্য এটিই শিক্ষার্থীদের একমাত্র ভরসা।

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

প্রতি বছর জানুয়ারির ১লা তারিখে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ১লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে ছাত্রছাত্রীরা অনেক খুশি। তবে ৭ম শ্রেণির নতুন বই না আসায় তাদের হাতে বই দেওয়া যায়নি। বই আসা মাত্রই ৭ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, সামিট গ্রুপের সহযোগিতায় মদনপুর আলোর পাঠশালাসহ আরও পাঁচটি বিদ্যালয় পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।