বাবুডাইং আলোর পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম অনুষ্ঠিত

তিনটি বাঁশের দণ্ডকে গেরো দিয়ে পতাকা স্টান্ড তৈরী ও বিভিন্ন স্কাউট গেরো সম্পর্কে বাবুডাইং পাঠশালার শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের লক্ষ্যে বাবুডাইং আলোর পাঠশালায় নিয়মিত সহপাঠ্যক্রমিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। গত ৩১ অক্টোবর পাঠশালার শিক্ষার্থীদের স্কাউট গেরো, পতাকা স্ট্যান্ড তৈরী, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়।

তিনটি বাঁশের দণ্ডকে গেরো দিয়ে পতাকা স্টান্ড তৈরী ও বিভিন্ন স্কাউট গেরো সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন পাঠশালার সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ। তিনি বলেন, চলমান জীবনে শিক্ষার কোন শেষ নেই। আমাদের বিভিন্ন কাজেই গেরোর প্রয়োজন পড়ে। কিন্তু সহজে শক্তভাবে গেরো দেয়া ও তা খুলে ফেলার নিয়ম অনেকেই জানে না। অথচ এসব বিষয়ে দক্ষতা থাকলে দৈনন্দিন জীবনের অনেক কাজই সহজে করা সম্ভব। আজকে শিক্ষার্থীদের বড়শি গেরো, ডাক্তারি গেরো, গাছের গুড়ি টানা গেরো শেখানো হলো। দুটি বা তিনটি বাঁশকে একসঙ্গে জুড়তে বা স্ট্যান্ড বানাতে  ডায়াগলান ল্যাসিং ও স্কয়্যার ল্যাসিং দিতে হয়। এই দুটি গেরো শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয়েছে।

সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে বাবুডাইং পাঠশালার শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ক্লাসে অংশ নেয়।

গেরো শিক্ষণের পাশাপাশি পাঠশালার সহকারী শিক্ষক লুইশ মুর্মু ও সোনিয়া খাতুনের নেতৃত্বে শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা বিষয়ে পাঠদান দেয়া হয়। উপস্থিত বক্তৃতায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে চারপাশের পরিবেশ এবং দেশীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি সম্পর্কে ধরণা থাকতে হবে। বিষয় নির্ধারণ করে উপস্থিত বক্তৃতার কলা–কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা হয়। এছাড়া সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর বলেন, শ্রেণি কক্ষের পড়াশোনার বাইরে যে কার্যক্রমগুলো নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত হয় এবং শিক্ষার্থী জীবনকেন্দ্রিক শিক্ষায় দক্ষ হয়ে গড়ে ওঠে তাকেই আমারা সহপাঠ্যক্রমিক কার্যক্রম বলে থাকি। নতুন শিক্ষাক্রমেও বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদেরও এসব বিষয়ে দক্ষ হতে হবে। প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন আমারা নিয়মিত করবো। আমাদের উদ্দেশ্য, শিক্ষার্থীরা তাদের মনের জানালা খুলে আনন্দ-আড্ডা ও শৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষা লাভ করুক।

উল্লেখ্য,রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমানা ঘেঁষে বাবুডাইং আলোর পাঠশালার অবস্থান। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় বাবুডাইং আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।