জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা পেল দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা নিয়েছে দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সারাদেশে এইচপিভি টিকা প্রদান কর্মসূচি চলমান রয়েছে। গত ৬ অক্টোবর দমদমিয়া  আলোর পাঠশালার শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হয়। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত পাঠশালাটি কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত। ইউনিসেফের সহযোগিতায় টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

আলোর পাঠশালার শিক্ষার্থীদের টিকা দেন  ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নুরজাহান বেগম। এসময় তিনি বলেন, ‘দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এতে পঞ্চম থেকে নবম শ্রেণির ১০ থেকে ১৪ বছর বয়সী সকল শিক্ষার্থীকে এ টিকা দেয়া হবে। টিকার ডোজ শুন্য দশমকি পাঁচ এমএল। এ টিকার ডোজ একটি। এ টিকা দিতে হয় বাহুর উপরের বহিরাংশের মাংশপেশীতে। টিকা দেয়ার পর যদি কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, স্বাস্থ্যকর্মীকে খবর দেয়ার জন্য বলা হয়েছে সকল শিক্ষার্থীকে। প্রয়োজনে কিশোরীকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।’ দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এইচপিভি টিকা নেয়।

টিকা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু, সহকারী শিক্ষক জোনায়েদ, সৈয়দ নুর, রবিউল আলম, আমান উল্লাহ।