বিজয় দিবস উপলক্ষে রাজশাহী আলোর পাঠশালায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত পাঠশালাটি রাজশাহী শহরের তালাইমাড়িতে অবস্থিত।
বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় পাঠশালা প্রাঙ্গণে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তালাইমাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রধান শিক্ষক রেজিনা খাতুনের নেতৃত্বে পুষ্পাঞ্জলি অর্পণ করেন পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় পাঠশালার শিক্ষার্থীরা। সকল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট শুরু হয়। খেলাধুলার ইভেন্টের মধ্যে ছিল মোরগ লড়াই, বস্তা দৌড়, বেলুন দৌড় ও চকলেট দৌড়।
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পূর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি শফিকুল ইসলাম ও পাঠশালার শিক্ষক সারফরাদ।