প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। ইউনেসকোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়।
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দেশের প্রত্যন্ত অঞ্চলের সাতটি আলোর পাঠশালায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় ৬ অক্টোবর রোববার দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সাতটি আলোর পাঠশালার ৫৭ জন শিক্ষককে সম্মান প্রদর্শন করা হয়।
প্রতিটি আলোর পাঠশালার শিক্ষার্থীরা দিবসটিকে কেন্দ্র করে সকল শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানায়। পরে আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবসের কেক কাটা হয়। শিক্ষার্থীরা পোস্টারে শিক্ষকদের সম্পর্কে নিজেদের অনুভূতি লিখে প্রকাশ করে। এ ছাড়া শিক্ষার্থীরা তাদের হাতের রঙিন ছাপ সম্বলিত পোস্টার শিক্ষকদের উপহার দেয়। শিক্ষকদের সারপ্রাইজ দিতে পুরো আয়োজনটি শিক্ষকদের না জানিয়ে করা হয়। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে প্রথম আলোর স্থানীয় বন্ধুসভার সদস্যরা দিবসটি আয়োজনে সহযোগিতা করেছেন।
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর চরে অবস্থিত মদনপুর আলোর পাঠশালায় রোববার ১১টায় আচমকা ভোলা বন্ধুসভা সদস্যরা ও পাঠশালার শিক্ষার্থীরা বিদ্যালয়ে আগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা আর্ট পেপারে রঙিন সিগনেচার পেন দিয়ে শিক্ষকদের নিয়ে নিজের অনুভূতি লেখে। কেউ লিখেছে, স্যার আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কেউ লিখেছে- লিখেছে প্রিয় শিক্ষকের নাম, কেউবা প্রিয় শিক্ষকের দীর্ঘায়ু কামনা করছে। কেউ কেউ লিখেছে, মা-বাবার পরেই আমার কাছে আমার বিদ্যালয়ের শিক্ষক বেশি প্রিয়। তারা আমাদের পথ প্রদর্শক। এমন সব নানা মন্তব্যের মধ্যে আবার রঙে ভেজানো দুহাতের ছবি দিয়েছে। পরে সেই অনুভূতির ছোঁয়ায় রাঙানো বর্ণিল আর্ট পেপার শিক্ষকের হাতে তুলে দেয় স্ব স্ব ক্লাসের শিক্ষার্থীরা।
এদিকে বাবুডাইং আলোর পাঠশালার ফটকে আসতেই ফুল দিয়ে শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনা জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন উচ্ছ্বসিত ভালোবাসা পেয়ে যারপরনাই খুশি শিক্ষকগণ। সকল শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হলে রঙিন আর্ট পেপারে রং দিয়ে শিক্ষার্থীদের হাতের ছাপ দেওয়া শুভেচ্ছা কার্ডও উপহার দেওয়া হয় শিক্ষকদের। এ সময় অনুষ্ঠানে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরাও শিক্ষকদের বই উপহার দেন। শেষে সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কাটা হয় কেক।
বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর জানান, গত ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। আমরা শিক্ষকগণ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনেও গিয়েছিলাম। বিদ্যালয় বন্ধ থাকায় আমাদের বিদ্যালয়ে ওই দিন কোন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। কিন্তু আজ সকালে বিদ্যালয়ে প্রবেশ করতেই শিক্ষার্থীদের প্রাণঢালা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা পেয়ে মন ভরে গেছে। শিক্ষার্থীরা যে আমাদের অজান্তেই আমাদের জন্য এমন সারপ্রাইজ রেখেছিল তা ভাবতেই পারিনি। আমাদের প্রতি তাদের এ ভালোবাসা স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের সব সময় ভালোবাসা ও শুভ কামনা থাকবে। এ ছাড়া এ অনুষ্ঠানের আয়োজন করায় কৃতজ্ঞতা জানাই প্রথম আলো ট্রাস্টকে। ধন্যবাদ জানাই প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের। যারা কষ্ট করে এত দূর এসে এ অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করেছে।
মদনপুর ও বাবুডাইং আলোর পাঠশালার মতো রাজশাহী, নওগাঁর গুড়িহারী, কুড়িগ্রামের প্রথম আলোর চর, বান্দরবানের কচ্ছপতলী ও টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালায় একযোগে দিবসটি পালিত হয়েছে।