গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার ১৪৫ জন শিক্ষার্থী পেলো নতুন পোশাক

বিনামূল্যে স্কুল ড্রেস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী-কামদেবপুর। সেই গ্রামে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ‘গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা’র অবস্থান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় এবং প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজিত রবিদাস গত ১৮ মে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন। দারিদ্র পরিবার থেকে আসা বিদ্যালয়ের ১৪৫ জন শিক্ষার্থীকে নতুন পোশাক দেওয়া হয়। স্কুল ড্রেস প্রদান অনুষ্ঠানে পাঠশালার সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এই বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের পরিবার থেকে এসেছে। হতদরিদ্র দিনমজুর পরিবারগুলোর স্কুল ড্রেস কেনার  সামর্থ্য নেই। প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় স্কুল ড্রেস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজিত রবিদাস শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন।

স্কুল ড্রেস পাওয়ার পর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুই রবিদাস বলেন, ‘বিনা খরচে স্কুলে পড়ালেখা  করছি। এবছর নতুন পোশাক পেলাম।  আমরা সমিট গ্রুপ ও প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।