‘গণিতের কঠিন প্রশ্ন স্যারেরা সহজ করে বুঝিয়ে দিয়েছেন’

গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী গণিত উৎসবে অংশ নেয়।

গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী গণিত উৎসবে অংশ নেয়। পাঠশালার তিন জন শিক্ষর্থী দু‌টি ক্যাটাগরিতে গণিত উৎসবে অংশগ্রহণ ক‌রে। উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আনন্দ–উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। জু‌নিয়র ক্যাটাগরিতে  নুসরাত জাহান (‌অষ্টম শ্রেণি) ও মো. রুমান(সপ্তম শ্রেণি) এবং সে‌কেন্ডা‌রি ক্যাটাগরিতে মুরছালিন (নবম শ্রেণি) গ‌ণিত অলিম্পিয়াডে অংশ নেয়।

গণিত উৎসবকে কেন্দ্র করে প্রথমবারের মত বিভাগীয় শহর রাজশাহীতে আসা রুমান ব‌লেন, ‘গতরা‌তে আমার ঘুম আস‌ছিল না। শু‌য়ে শু‌য়ে ভাব‌ছিলাম কখন সকাল হ‌বে। এখা‌নে এসে অনুষ্ঠা‌নে অংশগ্রহণ কর‌তে পে‌রে খুব ভাল লাগ‌ছে। প্রথমবার রাজশাহী আসলাম । গণিত উৎসবে অংশ নিয়ে অ‌নেক নতুন কিছু শিখ‌তে পারলাম।’

নবম শ্রেণির শিক্ষার্থী মুরছা‌লিন ব‌লেন, ‘২০২১ সা‌লে আমা‌দের বিদ্যালয়ে অনু‌ষ্ঠিত গ‌ণিত উৎস‌বে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু রাজশাহী কলেজের প‌রি‌বেশটাই অন্যরকম। গণিতের কঠিন প্রশ্ন, স্যারেরা সহজ করে বুঝিয়ে দিয়েছেন । অ‌নেক বড় বড় মানুষ‌কে চো‌খের সাম‌নে ‌দেখার সু‌যোগ পেলাম।’

সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় রাজশাহীতে গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভা।