প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত পাঠশালাটিতে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। পাঠশালাটি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে অবস্থিত।
গত ১ জানুয়ারি বেলা ১০টায় প্রথম আলো চর আলোর পাঠশালানা প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানে পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষকবৃন্দসহ প্রথম আলো চরের বাসিন্দারা উপস্থিত ছিলেন ।
বই বিতরণ অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘বইয়ের সংকট থাকায় আমরা সকল শিক্ষার্থীকে বই প্রদান করতে পারি নাই। শিক্ষা অফিসের সঙ্গে আমাদের নিয়মিত যোগযোগ রয়েছে। প্রাপ্তি সাপেক্ষে সকল বই শিক্ষার্থীদের বিতরণ করা হবে।’
উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২ টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।