গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালায় আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালায় সাধারণ শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত আনুষ্ঠিত হয়। গত ১ নভেম্বর ২০২৩, গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি বিষয়ে ধরণা দেওয়া হয়।
আবৃত্তি বিষয়ক কর্মশালায় ষষ্ঠ শ্রেণির–কেয়া, হুমাইরা, সালমা, দীপা,প্রিয়াঙ্কা ও হুজাইফা; সপ্তম শ্রেণির– আরেফিন, রোমান, মাহিয়া ও মুশফিকা; অষ্টম শ্রেণির– নুসরাত জাহান, ফাতেমা, সাফিয়া, ফুয়াদ ও শামীমা; নবম শ্রেণির– মুরসালিন, নাজিম, সাখাওয়াত ও জয়ন্ত অংশগ্রহণ করে।
আবৃত্তি বিষয়ক কর্মশালায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আ. আজিজ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাজিত দাস সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা সম্পর্কে বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি আ.আজিজ বলেন, পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে এরকম কর্মশালা নিয়মিত আয়োজন করতে হবে। এতে করে পাঠশালার শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে।’
কর্মশালায় আবৃত্তির কলা–কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা হয়।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়।