মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে চায় শ্যামল মার্ডী

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার অষ্টম শ্রেণীর ছাত্র শ্যামল মার্ডী।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার অষ্টম শ্রেণীর ছাত্র শ্যামল মার্ডী। তরুণরাই দেশ জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র। তরুণরাই আগামীর কর্ণধার। নেশার ছোবলে পড়ে এ যুবসমাজ কর্মশক্তি, সেবার মনোভাব ও সৃজনশীলতা হারিয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধন করছে। তরুণরাই মাদক ও মাদকাসক্তি প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে শ্যামল মার্ডী। সে স্বপ্ন দেখে মাদক মুক্ত সমাজ গঠনের। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা, সহযোগিতা, ভালোবাসা ও অনুপ্রেরণায় নিজের পড়ালেখা এগিয়ে নিচ্ছে শ্যামল মার্ডী।

রাজশাহী গোদাগাড়ী উপজেলার বরেন্দ্র অঞ্চলের কোল ঘেঁষে গড়ে ওঠা বাবুডাইং গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোল সম্প্রদায়ের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম শ্যামল মার্ডীর। তার পিতার নাম সম মারান্ডী ও মাতার নাম ফুরকুনী টুডু। তাঁরা স্বামী স্ত্রী উভয়ই অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। দরিদ্র পরিবারে সে বাবা মায়ের প্রথম সন্তান। তার দুই বোন, এপ্রিলা মার্ডী বাবুডাইং আলোর পাঠশালার তৃতীয় শ্রেণি এবং বিন্দু মার্ডী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শ্যামল মার্ডী পড়ালেখায় বেশ মেধাবী। পড়াশেখার পাশাপাশি সেও বাবা-মায়ের সাথে কৃষি কাজ করে। নিজে যা উপার্জন করে তা দিয়ে নিজের পড়ালেখার খরচ চালায় ও পরিবারে আর্থিক সহযোগিতা করে থাকে। সে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হয়ে সমাজ তথা পরিবারের পাশে দাঁড়াতে চায়।

শ্যামল মার্ডী শিক্ষকদের বলে, আমাদের প্রত্যন্ত বাবুডাইং অঞ্চলের তরুণ সমাজ মাদকের মরণ নেশার ভয়ানক ছোবলে বিপর্যস্ত হয়ে পড়ছে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের তরুণ সমাজ ধ্বংসে পরিণত হচ্ছে মাদক সেবনের ভয়াবহতায়। আমরা তরুণরাই পারবো দেশকে মাদকমুক্ত করতে। এজন্য তরুণ ও যুবকদের শুধু মাদকবিরোধী কার্যাবলিতে অংশ নিলেই চলবে না বরং প্রতিদিন মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। মাদকের পাচাররোধ ও এর কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সে আরো বলে, প্রথম আলো ট্রাস্ট আমাদের পড়ালেখার সুযোগ করে দেওয়ায় এই প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হবার সুযোগ পাচ্ছে। এছাড়া মানবিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডসহ মাদকমুক্ত সমাজ গঠনে প্রথম আলো ট্রাস্ট পুরো দেশব্যাপী নানামূখী কর্মসূচি পালন করে থাকে।