বাবুডাইং আলোর পাঠশালায় বার্ষিক পরীক্ষা শুরু
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় আজ বুধবার থেকে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা ও দুপুর পৌনে ১২টা থেকে সোয়া দুইটা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি ও ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিনের পরীক্ষায় প্রথম শ্রেণির দুজন শিক্ষার্থী অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত ছিল। সকলেই স্কুল পোশাক পড়ে নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেয়। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৬৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। পড়ালেখার মান বজায় রাখতে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শিক্ষকগণ।
বাবুডাইং আলোর পাঠশালাসহ সারা দেশে মোট ৬টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের সহযোগিতায় স্কুলগুলো পরিচালিত হয়।