উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা-মনন, সৃজনশীলতা ও চিন্তা শক্তি বিকাশের লক্ষ্যে স্কুল ফিডিং কর্মসূচির অধীনে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে।
এর আগে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের নিয়ে উপজেলা পর্যায়ে এ কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ওই সময় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা বিজয়ী হয়। প্রথমস্থান অধিকার করে খতিজাতুল কোবরা (চতুর্থ শ্রেণি), দ্বিতীয় স্থান সাইমা (পঞ্চম শ্রেণি) এবং তৃতীয় স্থান অধিকার করে মুফিজ উদ্দিন (পঞ্চম শ্রেণি)। উপজেলার ৭০ টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উপজেলা পর্যায়ে ১ম মাহামুদুল আলম মাহির,২য় ফইজা মালিয়াত,৩য় পূজন মল্লিক নীল ও ৪র্থ স্থান অর্জন করেছে তাওহীদুল ইসলাম। তাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্বখাদ্য কর্মসূচির অর্থায়নে এবং কোডেকের বাস্তবায়নে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ এমদাদ হোসেন চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ বোস, বিশ্বখাদ্য কর্মসূচির প্রতিনিধি সেঁজুতি শর্মা, স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আ. ন. ম ওয়াহিদ, সাইফুল ইসলাম। কুইজ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম আঁকন, নাছির উদ্দিন এবং মো. আলম।
কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি মুহম্মদ এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘স্কুল ফিডিং প্রকল্প কর্তৃক প্রদানকৃত প্রতিদিন এক প্যাকেট উচ্চ পুষ্টি সমৃদ্ধ বিস্কুটের পাশাপাশি কোমলমতি শিশুদের মেধা-মনন, সৃজনশীলতা ও চিন্তা শক্তি বিকাশে এ ধরনের পদক্ষেপ যথার্থ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। কোডেক এবং বিশ্বখাদ্য কর্মসূচির এরূপ প্রচেষ্টাকে আমরা উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাই।’