বাবুডাইং আলোর পাঠশালায় শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পাঠদান
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের লক্ষ্যে বাবুডাইং আলোর পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম চলমান রয়েছে। ৭ নভেম্বর ২০২৩, বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের প্রথমিক চিকিৎসা সম্পর্কে পাঠদান করা হয়।
পাঠশালার সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ প্রথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি বলেন, পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের নানা বিষয়ে জ্ঞান আর্জন করতে হবে। আজকে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হল। আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা জানতে পারলো, শরীরের কোন স্থান কেটে গেলে বা ক্ষত হলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এছাড়া হাত ভেঙ্গে গেলে কীভাবে বাঁধতে হয়, মাথা ফেটে গেলে কীভাবে ব্যান্ডেজ করতে হয় সে বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয় শিক্ষার্থীদের। জরুরী চিকিৎসার প্রয়োজনে দুটি বাঁশ ও একটি চাদর দিয়ে কীভাবে স্ট্রেচার তৈরি করা যাবে তাও শেখানো হয় আজকের পাঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর বলেন, আলোর পাঠশালার শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে আমাদের পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম চালু রয়েছে। প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান ও হাতে-কলমে তা শেখানো হয়। নতুন শিক্ষাক্রমেও বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও এসব বিষয়ে দক্ষ হতে হবে। এসব কার্যক্রমে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও উন্নত হয়। শিক্ষার্থীরাও মন খুলে এসব কার্যক্রমে অংশ নিয়ে থাকে।
উল্লেখ্য, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমানা ঘেঁষে বাবুডাইং আলোর পাঠশালার অবস্থান। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় বাবুডাইং আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।