আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত মদনপুর আলোর পাঠশালায় গৌরব ও শ্রদ্ধায় উদ্যাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসকে কেন্দ্র করে গত মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের পবিত্র কোরআন তিলাওয়াত, কবিতা আবৃত্তি এবং হামদ ও নাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ‘বল বীর-
বল উন্নত মম শির’ আবৃত্তি করে অষ্টম শ্রেণির ছাত্র মো. আরমান হোসেন। এ ছাড়াও কবিতা আবৃত্তি করে অষ্টম শ্রেণির শারমিন, নুরনবী,সপ্তম শ্রেণির ইয়ার হোসেন সহ আরও অনেকে।
স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন মদনপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. আকতার হোসেন। তিনি স্বাধীন বাংলাদেশের অভিনয়ের ইতিহাস সম্পর্কে ধারণা দেন। সহকারী প্রধান শিক্ষক মো. আল আমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। দেশ, জাতি ও শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মাকসুদুর রহমান।
নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অবশেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। এ সব স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।