প্রথম আলো ট্রাস্ট পরিচালিত মদনপুর আলোর পাঠশালায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদ্যাপিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর সকালে পাঠশালা প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক আক্তার হোসেন। পাঠশালাটি ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরে অবস্থিত।
এরপর বিজয় শোভাযাত্রা মদনপুর চরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র্যালি শেষে পাঠশালা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান শিক্ষক আক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয়ের দিন। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের বীর শহীদদের। ৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মুক্তির লাড়াই শুরু হয়েছিল। দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয়।
বিজয় দিবস আলোচনা অনুষ্ঠানে মদনপুর আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় মদনপুর আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।