কচ্ছপতলী আলোর পাঠশালায় নৃত্য ও গানের কর্মশালা অনুষ্ঠিত

কচ্ছপতলী আলোর পাঠশালায় নৃত্য ও গানের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কচ্ছপতলী আলোর পাঠশালায় নৃত্য ও গানের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ নভেম্বর ২০২৩, পাঠশালার আয়োজনে নৃত্য ও গানের কর্মশালাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মিতা তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, কর্মশালায় নাচের বিভিন্ন মুদ্রা সম্পর্কে শিক্ষার্থীদের ধরণা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা গানের সাপ্তাহিক অনুশীলেন যোগ দিয়েছিলো ।

কর্মশালায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিশ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের লক্ষ্যে কচ্ছাপতলী আলোর পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম চলমান রয়েছে। নতুন শিক্ষাক্রমেও বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।

কচ্ছপতলী আলোর পাঠশালায় নৃত্য ও গানের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা সম্পর্কে পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা বলেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠ্যক্রমিক কার্যক্রমে আনন্দের সঙ্গে যোগ দিচ্ছে। বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মারমা, ত্রিপুরা, বম, তঞ্চঙ্গ্যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর। শিক্ষার্থীদের মধ্যে অমিত সম্ভবনা রয়েছে। আমরা বিদ্যালয় সাংস্কৃতিক দল গঠন করেছি। এই ধরণের অনুশীলন আমারা নিয়মিত করার চেষ্টা করছি।

 উল্লেখ্য, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত কচ্ছপতলী আলোর পাঠশালাটিতে বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু রয়েছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় কচ্ছপতলী আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।