গৌরব ও শ্রদ্ধায় উদ্যাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
প্রতি বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ বছল স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিয়েছে। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। গৌরবোজ্জ্বল এই দিনকে যথাযথ মর্যাদায় পালন করেছে রাজশাহী আলোর পাঠশালা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে গত মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর ৯টা ৩০ মিনিটে শহীদদের স্মরণে তালাইমারীতে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি এবং হামদ ও নাত এর প্রতিযোগিতার আয়োজন করা হয়। শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতা আবৃত্তি করে প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণির মোসা.: জেসমিন খাতুন।
দ্বিতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণির রাহেলা। সে 'যুদ্ধ জয়ের কথা' কবিতাটি আবৃত্তি করে। তৃতীয় হয়েছে সপ্তম শ্রেণির মনিকা আক্তার মায়া।
এ সময় স্বাধীনতা দিবসের পটভূমি এবং গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন আলোর পাঠশালার শিক্ষকগণ।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। এ সব স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।