দমদমিয়া আলোর পাঠশালায় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ

দমদমিয়া আলোর পাঠশালায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত।

দমদমিয়া আলোর পাঠশালায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রান্তিক মূল্যায়নে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গত ৫ সেপ্টেম্বর পাঠশালা প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু। পাঠশালার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নিয়ে আলোচনা করেন পাঠশালা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদুল আলম, পাঠশালার সহকারী শিক্ষক বাবুল ইসলাম ও মিলাদুন্নবী খান।

প্রান্তিক মুল্যায়ন অনুষ্ঠানে প্রতিটি শ্রেণীর শ্রেণী শিক্ষক ফলাফল ঘোষণা করেন। দ্বিতীয় শ্রেণীতে মোট পূর্ণমান ৩০০ এর মধ্যে ২৮৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে নূর হাসান। ২৭৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে নজিম উদ্দিন এবং ২৪৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান পেয়েছে নূর কামাল।

তৃতীয় শ্রেণীতে মোট পূর্ণমান ৬০০ এর মধ্যে ৫৩৭ নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছে ছানাউল্লাহ। ৫৩৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে ছামিউল্লাহ এবং ৫১৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে মোহাম্মদ রাহাত। এদিকে চতুর্থ শ্রেণীতে মোট পূর্ণমান ৬০০ এর মধ্যে ৫৯২ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে ওয়াসফিয়া জান্নাত। ৫৫৯ নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে শাবনুর আক্তার এবং সাইফুল ইসলাম। ৫৪১ নম্বর পেয়ে তৃতীয় স্থান পেয়েছে  তাসমিন আক্তার।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালাটি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।