জাতীয় বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে কচ্ছপতলী আলোর পাঠশালা

জাতীয় বিজ্ঞান মেলায় কচ্ছপতলী আলোর পাঠশালার পাঁচ সদস্যের একটি দল অংশ নেয়।

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক স্লোগান নিয়ে রোয়াংছড়ি উপজেলায় আজ ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলায় কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালাসহ রোয়াংছড়ি উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রোয়াংছড়ি উপজেলা প্রাঙ্গণে এক দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। মেলায় কচ্ছপতলী আলোর পাঠশালার পাঁচ সদস্যের একটি দল অংশ নেয়। মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন– জয়ন্তী ত্রিপুরা (সপ্তম শ্রেণি), হ্লামংছাই মারমা (নবম শ্রেণি) ,ডলিপ্রু মারামা ( নবম শ্রেণি),উনাইসাইং মারমা ( নবম শ্রেণি)  ও উসাখয় মারমা (নবম শ্রেণি)। কচ্ছপতলী আলোর পাঠশালার সহকারী শিক্ষক অংথোয়াইচিং মারমা বলেন, ‘মেলায় আমাদের স্কুলের শিক্ষার্থীরা সৌর সেচ ব্যবস্থা কাজের মডেল নিয়ে অংশ নিয়েছে। দুর্গম এলাকায় বা বিদ্যুৎ বিহীন এলাকায় সৌর বিদ্যুৎ এর সাহায্যে মটর দিয়ে পাহাড়ের ঝিড়ি থেকে পানি তুলে কীভাবে বাগান কিংবা কৃষিকাজ করা যায় আমরা প্রকল্পের মাধ্যমে তাই তুলে ধরেছি।’  

উল্লেখ্য, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত কচ্ছপতলী আলোর পাঠশালাটিতে বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু রয়েছে। কচ্ছপতলী আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।