ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেছে রাজশাহী আলোর পাঠশালা। তালাইমারী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাঙ্কন– রচনা– কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাহেলা খাতুন (নবম শ্রেণি), দ্বিতীয় স্থান অধিকার করেছে সোনালী আক্তার (নবম শ্রেণি) এবং তৃতীয় স্থান অধিকার করেছেন রাহী (অষ্টম শ্রেণি)। এদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে সোনিয়া আক্তার ( সপ্তম শ্রেণি), দ্বিতীয় হয়েছে হাফিজা আক্তার (ষষ্ঠ শ্রেণি) এবং তৃতীয় হয়েছে মোনালিসা খাতুন (ষষ্ঠ শ্রেণি)।
শহীদ দিবস নিয়ে আলোচনা সভার পূর্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আলোচনা সভায় বক্তব্য দেন প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ, রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সভাপতি সাব্বির আহমেদ, বন্ধুসভার উপদেষ্টা ফারুক হোসেন।
উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় রাজশাহী আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।