‘খুদে ডাক্তার ও খুদে কৃষিবিদ’ প্রশিক্ষণ পেল দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালায় গতকাল কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে ‘খুদে ডাক্তার’ও ‘খুদে কৃষিবিদ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন কোডেকের ফিল্ড মনিটর জনাব বশির আহমেদ। খুদে ডাক্তারদের প্রশিক্ষণে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, কৃমির ওষুধ সেবনের নিয়ম, স্বাস্থ্য পরীক্ষা, ওজন পরিমাপ এবং দৃষ্টিশক্তি পরীক্ষার পদ্ধতি শেখানো হয়। এই পনেরো জন খুদে ডাক্তার স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে আশপাশের শিশুদের সুস্থ থাকার নিয়ম সম্পর্কে সচেতন করবে।
এ ছাড়া, বাসা বাড়িতে কৃষিকাজের বিভিন্ন পদ্ধতি শেখানো পনেরো জন ‘খুদে কৃষিবিদ’কে, যাতে তারা নিজেদের বাড়ির পতিত স্থানে বাগান করে বিভিন্ন সবজি উৎপাদন করে পরিবারে ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে স্কুলের বাগানের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, খুদে ডাক্তার গাইড শিক্ষক সৈয়দ নুর, খুদে কৃষিবিদ গাইড শিক্ষক রবিউল আলম এবং সহকারী শিক্ষক মো: জোনায়েদ।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর অধীনে সারা দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোডেকের বাস্তবায়নে স্কুল ফিডিং প্রোগ্রাম পরিচালিত হয়। খুদে ডাক্তার এবং খুদে কৃষিবিদ উক্ত প্রোগ্রামের একটা অংশ।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।