প্রফেসর তরিকুল ইসলাম স্মৃতি পাঠাগারের উদ্বোধন

বাবুডাইং আলোর পাঠশালায় উদ্বোধন হয়েছে প্রফেসর তরিকুল ইসলাম স্মৃতি পাঠাগার।

বরেণ্য শিক্ষক প্রফেসর তরিকুল ইসলামের নামে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় প্রতিষ্ঠিত এ পাঠাগারটি গত ১৯ জানুযারি সকালে উদ্বোধন করা হয়। পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের আহ্বায়ক ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া।

পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কোল ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী নাচ-গান ও শরীর চর্চা প্রদর্শিত হয়।

পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর তরিকুল ইসলাম স্মরণ পরিষদের সদস্য সচিব শফিকুল আলম, যুগ্ন আহ্বায়ক রফিক হাসান বাবলু, কোষাধ্যক্ষ শামসুল হক গানু, নির্বাহী সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আলমগীর স্বপন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যাপক শাহ্ আলম, অধ্যাপক ইব্রাহীম, অধ্যাপক রজব আলী, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, সদস্য ফারুক হোসেন, রানু, অবসরপ্রাপ্ত অধ্যাপক হিতেন্দ্রনাথ সাহা, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডু প্রমূখ।

উল্লেখ্য, প্রফেসর তরিকুল ইসলাম ১৯৬৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নবাবগঞ্জ সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এরপর ১৯৯৮ সাল পর্যন্ত তিনি নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।