দমদমিয়া আলোর পাঠশালায় বৃক্ষরোপণ কর্মসূচি পলিত

টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নে অবস্থিত দমদমিয়া আলোর পাঠশালায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালায় ফল, বনজ ও ভেষজ গাছ রোপন করা হয়েছে। গত ৫ অক্টোবর বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অগ্রযাত্রা’ র সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও ‘অগ্রযাত্রা’র কর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নে দমদমিয়া আলোর পাঠশালা অবস্থিত।

দমদমিয়া আলোর পাঠশালা প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে বলেন, ‘আগ্রযাত্রা’র স্থানীয় স্বেচ্ছাসেবকদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়েছে। আমরা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গাছগুলোর যত্ন নেব। প্রতিবছর দমদমিয়া আলোর পাঠশালায় এরকম বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

পাঠশালা প্রাঙ্গনে রোপণকৃত চারার মধ্যে রয়েছে- জাম, আমলকী, তেঁতুল, নিম, জলপাই।

উল্লেখ্য, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় দেশব্যাপি ৭টি পাঠশালা প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।