পুষ্পার্ঘ্য অর্পণ ও রংতুলির আঁচড়ে বিজয় দিবস পালন

পদ্মাপাড়ে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন রাজশাহী আলোর শিক্ষার্থী ও শিক্ষকগণ।

মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালায় শনিবার দিনব্যাপী নানা আয়োজন করা হয়। প্রথমে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পদ্মাপাড়ে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিদ্যালয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

বিজয় দিবস উদ্‌যাপনে শিক্ষার্থীরা রং-তুলি নিয়ে বসে পড়ে বিদ্যালয়ের বারান্দায়।

বিজয় দিবস উদ্‌যাপনে শিক্ষার্থীরা রং-তুলি নিয়ে বসে পড়ে বিদ্যালয়ের বারান্দায়। নির্ধারিত সময়ের মধ্যে নানা রঙের আঁচড়ে ফুটে উঠে ১৬ ই ডিসেম্বরের তাৎপর্যপূর্ণ বিভিন্ন ছবি। এরপর একটি শ্রেণিকক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ পর্বে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা বিজয় দিবস নিয়ে রচনা লিখে।

দুপুরে পুরস্কার বিতরণের আগে বিজয় দিবস নিয়ে আলোচনা হয়। বিজয় দিবস নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন শিক্ষকেরা। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক রহমত আলী। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এই বিজয় ধরে রাখতে হবে। এ জন্য দেশ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এ দেশের ইতিহাস-ঐতিহ্যকে বুঝতে হবে। দেশকে ভালোবাসতে হবে।’

আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক নাসরিন খাতুন, খাদিজাতুল কুবরা, হাসান ইমাম, সারফরাদ এবং প্রথম আলো রাজশাহীর প্রতিনিধি শফিকুল ইসলাম। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের বিজয় দিবস উপলক্ষে মিষ্টি মুখ করানো হয়।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট রাজশাহী আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।