প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিল ২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, পাঠশালা হলরুমে আলোচনা সভা, চিত্রাঙ্কন–রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ‘ইচ্ছেমত’। অন্যদিকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন বিষয় ছিল ‘জাতীয় স্মৃতিসৌধ’। এছাড়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা। রচনার বিষয় ছিল ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়।
পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তরিকুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলাম, সহ–সভাপতি কার্তিক কোল টুডু, সদস্য সুরেন কোল টুডু, লগেন সাইচুরি, লুইশ মুরমু, গ্রাম্য মোড়ল চানু হাঁসদা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস। এসময় ‘স্বাধীনতার সুর’ কবিতাটি আবৃত্তি করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাসুমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ।
উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি সহ সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।