রাজশাহী আলোর পাঠশালায় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী আলোর পাঠশালায় নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী আলোর পাঠশালায় নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি পাঠশালা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন, শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পাঠশালায় ২০২৫ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ৩০ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ২০২৫ সালের ৯ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী জেসমিন  বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে। রাজশাহী আলোর পাঠশালার সিনিয়র শিক্ষক নাসরিন খাতুন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  ‘তোমাদের  জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই বিদায় আনুষ্ঠানিকতা মাত্র। মন চাইলেই স্কুলে চলে আসবে। তোমাদের যেকোন সমস্যার কথা আমাদেরকে জানাবে।’

প্রধান শিক্ষক রেজিনা খাতুন বলেন,‘তোমরা আমাদের সন্তানের মত। তোমাদের  যেকোনো সংকটে আমাদের পাশে পাবে।  আমরা প্রত্যাশা করি তোমরা পরীক্ষায় ভালো ফল করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে।’

 উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে রাজশাহী আলোর পাঠশালাসহ মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।