বরিশালে গণিত উৎসবে অংশ নিয়েছে মদনপুর আলোর পাঠশালা

মদনপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা গত ১০ ফেব্রুয়ারি বরিশালের ব্রজমোহন স্কুলে অনুষ্ঠিত গণিত উৎসবে অংশ নেয়।

মদনপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা গত ১০ ফেব্রুয়ারি বরিশালের ব্রজমোহন স্কুলে অনুষ্ঠিত গণিত উৎসবে অংশ নেয়। পাঠশালার শিক্ষার্থীরা উৎসবকে কেন্দ্র করে প্রথমবারের মত বিভাগীয় শহর বরিশালে আসে। উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আনন্দ–উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।

 পাঠশালার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আরমান হোসেন বলেন, ‘প্রথমবারের মতো বিভাগীয় শহরে পা রাখলাম। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ও বরিশাল শহর ঘুরে দেখার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলে আরও  ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসব।’

 প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি পাঠশালার শিক্ষার্থীরা বরিশালের বিখ্যাত ব্রজমোহন কলেজ,  বিএম স্কুল ও বরিশাল কলেজ ঘুরে দেখেছে।

 উৎসবে অংশ নিতে আসা নবম শ্রেণীর শিক্ষার্থী জয়নব বেগম বলেন, ‘পূর্বে কখনো বরিশাল শহরে আসি নাই। গণিত উৎসবে  অংশগ্রহণের সুযোগ পাওয়ায় বিভাগের বিখ্যাত প্রতিষ্ঠানগুলো এবং শহরের  কিছুটা হলেও ঘুরে  দেখার সুযোগ হয়েছে এতে আমি খুবই আনন্দিত। আমাদের মত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বরিশাল বিভাগীয় শহরে এনে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়ার জন্য প্রথম আলো ট্রাস্টের প্রতি আমরা কৃতজ্ঞ।’

ভোলা জেলার দৌলতখান উপজেলায় মূল ভূমি থেকে বিচ্ছিন্ন মদনপুর চরে শিক্ষার আলো ছড়াচ্ছে মদনপুর আলোর পাঠশালা। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় মদনপুর আলোর পাঠশালাসহ দেশব্যাপী ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বরিশালে গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বরিশাল বন্ধুসভা।