ডেঙ্গু প্রতিরোধে দমদমিয়া আলোর পাঠশালার শোভাযাত্রা
টেকনাফের দমদমিয়ায় এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শোভাযাত্রাটি দমদমিয়ায় আলোর পাঠশালা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিজিবি চেকপোস্ট, জেটিঘাট ও মধ্যম দমদমিয়া পর্যন্ত প্রদক্ষিণ করে আবার পাঠশালায় ফিরে আসে। পাঠশালার শিক্ষক–শিক্ষার্থীর সচেতনতামূলক বক্তব্যসহ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে পাঠশালা প্রাঙ্গণে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু বলেন, ‘আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সতর্ক ও সচেতন হতে হবে। গ্রামের বাসা–বাড়ি পরিষ্কার রাখতে হবে। সচেতন না হলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে।’
এ সময় অভিভাবক শহিদুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু জ্বর প্রতিরোধে দমদমিয়া আলোর পাঠশালার উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীরা শিক্ষকদের নির্দেশনা মেনে গ্রামবাসীকে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ ও চিকিৎসার বিষয়ে সচেতন করছে। বাড়ির চারপাশ পরিস্কার–পরিচ্ছন্ন রাখছে।’
সমাবেশ শেষে শিক্ষকদের তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের নিয়ে এলাকাভিত্তিক কয়েকটি দল গঠন করা হয়। প্রতিটি দল সম্মিলিতভাবে এলাকাবাসীকে ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করবে।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।